দেশে রকেট গতিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ (মে-২০১৫) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে শুধু এপ্রিল মাসের চেয়ে জুন মাসে ইন্টারনেট ব্যবহারকারীর বেড়েছে প্রায় ১৮ লাখ। এর মধ্যে শুধু মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় রয়েছে ১৭ লাখ ৫০ হাজার। বিটিআরসির প্রকাশিত তথ্য অনুসারে, মে মাস পর্যন্ত ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৭৪ লাখ ২১ হাজার, যা এপ্রিল মাসে ছিল ৪ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার। অর্থাৎ আগের মাসের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৭ লাখ ৪৪ হাজার। তবে ওয়াইম্যাক্স ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার। আর আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৬১ হাজারে।
বিটিআরসি গত মঙ্গলবার মে মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করেছে। মোবাইল কোম্পানিগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিটিআরসি প্রতি মাসে এ প্রতিবেদন প্রকাশ করে। মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির প্রবণতাকে এ খাতের জন্য ইতিবাচক হিসেবেই দেখছে মোবাইল কোম্পানিগুলো। সামনের দিনগুলোতে এর হারও বাড়বে বলে তাদের প্রত্যাশা। ইন্টারনেটে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসেব করার ক্ষেত্রে যেসব গ্রাহক সর্বশেষ ৯০ দিন ইন্টারনেট ব্যবহার করেন তাদেরই বিবেচনায় নেওয়া হয়।
No comments:
Post a Comment